প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:04 PM
আপডেট: Fri, May 9, 2025 11:14 AM

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত

ইমরুল শাহেদ: ম্যাগওয়ে, সাগাইং, মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে প্রতিরোধ যোদ্ধা গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ২১ সেনা নিহত হয়েছে। তবে অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে গণমাধ্যমটি। ইরাবতি

সোমবার দেশটির ম্যাগওয়ে অঞ্চলের পাকোক্কু শহরে একটি গাড়ি ও ছয়টি মোটরবাইকে যাওয়ার সময় ল্যান্ড মাইনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় পিডিএফ গোষ্ঠী। এতে দুই সামরিক কর্মকর্তাসহ অন্তত চার জান্তা সহস্য নিহত হয়েছে। মঙ্গলবার সাগাইং অঞ্চলে মিয়ানমারের রয়েল ড্রাগন আর্মির হামলায় জান্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। বুধবার সাগাইং অঞ্চলের কানি শহরে জান্তা বাহিনীর ৫০ সদস্যের ওপর হামলা করে পিডিএফ গ্রুপ। এতে ১০ জন জান্তা সদস্য নিহত হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে অতর্কিত হামলায় জান্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে।

এদিকে মিয়ানমারজুড়ে জান্তা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি। সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন সত্ত্বেও জান্তা সরকারের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করছেন বলেও জানান তিনি। নিজের সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সুচি এই বার্তা দেন বলে জানিয়েছে ইরাবতি। সম্পাদনা: খালিদ আহমেদ